ভর্তির শর্ত না মানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত চারটি বেসরকারি মেডিকেল কলেজকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ। কলেজগুলো হলো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, নাইটিংগেল মেডিকেল কলেজ, এম এইচ সমরিতা মেডিকেল কলেজ ও ডেল্টা মেডিকেল কলেজ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বিমল কান্তি গুহ প্রথম আলোকে বলেন, ‘এ চারটি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তির ন্যূনতম যোগ্যতা ১২০ নম্বরের সিদ্ধান্ত না মেনে পত্রিকায় ভর্তির বিজ্ঞাপন দিয়েছে। এ কারণে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।’ প্রসঙ্গত,...

